ইয়াকুব-শাহারবানু ফাউন্ডেশনের উদ্বোধন

0

স্টাফ রিপোর্টার চৌগাছা (যশোর) ॥ যশোরের চৌগাছায় ইয়াকুব-শাহারবানু ফাউন্ডেশনের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার সকালে মশিউর নগরে ফাউন্ডেশনের উদ্বোধন করেন চৌগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমান। এ উপলক্ষে মশিউর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আক্কাছ আলীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ড. এম মোস্তানিছুর রহমান, সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, জমিদাতা শাহাজান আলী, প্রধান শিক্ষক লিয়াকত আলী, ইউপি সদস্য জামাল হোসেন প্রমুখ। এদিন ফাউন্ডেশনের পক্ষ হতে মশিউর নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেক শ্রেনীর প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী এবং প্রাথমিক শিক্ষা সমাপনীতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ প্রদান করা হয়।