বাগেরহাটে পাঁচদিনব্যাপী গার্ল গাইডস’র প্রশিক্ষণ সমাপ্ত

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেছেন, মুজিববর্ষে নারী শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাল্যবিয়ে রোধ, মাদক ও যৌন হয়রানিবন্ধসহ নানা বিষয়ে পদক্ষেপ নিতে হবে। বৃহস্পতিবার বাগেরহাটে পাঁচদিনব্যাপী গার্ল গাইডস’র প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানে গার্ল গাইডস’র বাগেরহাট জেলা কমিশনার ও বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ মোসা. ফারহানা আক্তার সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা শিক্ষা অফিসার মো. কামরুজ্জামান, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিচাঁদ বিশ^াস, আঞ্চলিক সিনিয়র ট্রেইনার শিরিন গুলশানারা, ঝিমি মন্ডল প্রমুখ। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়। বাগেরহাট জেলা সদর, মোরেলগঞ্জ, শরণখোলা, মোল্লাহাট ও রামপাল উপজেলার ৪২ টি বিদ্যালয়ের ৪২ জন নারী শিক্ষক গাইডার কোর্স প্রশিক্ষণে অংশ নেন।