মধুমতির তীরে বিশেষ অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

0

লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা ॥ নড়াইলের লোহাগড়ায় মধুমতির তীরে কালনা ঘাট এলাকায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে। লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বৃহস্পতিবার বেলা ১১ টায় পৌর আওয়ামী লীগ অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, এ. এম আব্দুল্লাহ, পৌর আওয়ামী লীগ সভাপতি কাজী বণি আমীন, যুবলীগ নেতা শেখ ছদর উদ্দিন শামীম, ছাত্রলীগের সভাপতি মুন্সী জোসেফ হোসেন, সাধারণ সম্পাদক রাশেদুল হাসান প্রমুখ। পরে লোহাগড়া উপজেলা গেটের সামনে মানববন্ধন করা হয়। বক্তারা বলেন, অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়ন হলে এলাকার হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান হবে। একই সাথে লোহাগড়া তথা নড়াইলের অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে।