বার্সেলোনার খেলা ভালো লাগেনি সেতিয়েনের

0

লোকসমাজ ডেস্ক ॥ লিওনেল মেসি, জেরার্দ পিকে ও সের্হিয়ো বুশকেৎসকে ছাড়া ইবিজার মাঠে নেমেছিল বার্সেলোনা। বুধবার দ্বিতীয় বিভাগের ক্লাবকে ২-১ গোলে হারিয়ে জায়গা পেয়েছে কোপা দেল রের শেষ ষোলোতে। কিন্তু জিততে ঘাম ছুটেছে তাদের। দলের এমন পারফরম্যান্সে তুষ্ট নন বার্সা কোচ কিকে সেতিয়েন।
গ্রানাডার বিপক্ষে অভিষেক ম্যাচে সেতিয়েন পান জয়ের স্বাদ। দ্বিতীয় ম্যাচেও জিতলো তার দল। কিন্তু এমন উদ্বেগ জাগানো জয়ে হতাশা লুকাননি নতুন কোচ। আন্তোয়ান গ্রিজমানের জোড়া গোলে জেতার পর সংবাদমাধ্যমকে সেতিয়েন বলেছেন, ‘না, এই দলের খেলা আমার পছন্দ হয়নি। সবকিছু যদি অন্যভাবে হতো, ভালো লাগতো। কিন্তু এ ধরনের মাঠে সবকিছু অনেক বেশি কঠিন। তারা আগ্রাসী ছিল, রক্ষণেও অপ্রতিরোধ্য। এটা সহজ ছিল না। ভবিষ্যতের জন্য আমরা এখান থেকে শিক্ষা নিয়ে গেলাম। যখন খারাপভাবে অনেক কিছু হয়, তখনই আপনি সেখান থেকে উন্নতি করতে পারেন।’ বার্সেলোনা সত্যিকার অর্থে গোলে শট নেয় ৬৭ মিনিটে, পুরো ম্যাচে মাত্র তিনটি। এজন্য ইবিজাকে কৃতিত্ব দিলেন সেতিয়েন, ‘ইবিজা প্রশংসার দাবি রাখে, তারা সত্যিই দারুণ খেলেছে। আমাদের সময়টা কঠিন করে তুলেছিল। প্রথমেই তারা গোল করে এগিয়ে গেলো, এটাই সবকিছু জটিল করে তোলে।’ সেতিয়েনের দুই ম্যাচেই একাদশে ছিলেন আনসু ফাতি। এ তরুণ ফরোয়ার্ডকে নিয়ে অনেক আশাবাদী বার্সা কোচ, ‘প্রথমে একটা কথা বলে রাখি, আমরা বিভিন্ন পজিশনে খেলোয়াড়দের দেখছি। তার অনেক দারুণ সম্ভাবনা আছে। তার উন্নতি আমাদের সবার চোখে পড়তে শুরু করেছে। দিন যতই যাবে, অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’