শেখ রাসেল শিশু-কিশোর পরিষদ জেলা সভাপতির পিতার ইন্তিকাল

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ খুলনা জেলা সভাপতি কাজী মনিরুল ইসলামের পিতা ও ফুলতলার পায়গ্রাম কসবা গ্রামের বাসিন্দা কাজী তৈয়েবুর রহমান (৯৪) ইন্তিকাল করেছেন। বুধবার ভোর সাড়ে ৬ টায় নিজ বাড়িতে তিনি ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ পুত্র ও পাঁচ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদআছর পায়গ্রাম কসবা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জামাল, কৃষি বিষয়ক সম্পাদক মো. আসলাম খান, ড. মাহাবুব উল ইসলাম, কাজী আশরাফ হোসেন আশু, মৃনাল হাজরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, জামিল খান, রবিউল ইসলাম মন্টু, আলহাজ শেখ আশরাফ হোসেন, শেখ মনিরুল ইসলাম প্রমুখ।