রোহিঙ্গাদের বোঝা অসহনীয় : ওবায়দুল কাদের

0

লোকসমাজ ডেস্ক ॥ রোহিঙ্গারা আমাদের ওপর বোঝা হয়ে আছে, আমাদের ধৈর্রে বাঁধ ভেঙে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিশ্ব বিবেকের কাছে আহ্বান জানাচ্ছি যত দ্রুত সম্ভব রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করে এ অসহনীয় বোঝা বাংলাদেশের ঘাড় থেকে সরিয়ে নিন। বুধবার বিকেলে কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশে-বিদেশে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। বিভিন্ন েেত্র উন্নয়ন হয়েছে। আগামী ১ বছরের মধ্যে দেশের প্রতিটি এলাকা বিদ্যুতের আলোতে আলোকিত হয়ে উঠবে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, চকরিয়ায় কৃষকরা অনেক কষ্ট করে লবণ ও চিংড়ি উৎপাদন করলেও কতিপয় সিন্ডিকেটের কারসাজিতে তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হয় বলে শুনেছি। লবণ ও চিংড়ি বেচাকেনা সিন্ডিকেটমুক্ত রাখতে এবং চাষিরা যেন ন্যায্যমূল্য পায় সেদিকে স্থানীয় প্রশাসনকে ল্য রাখতে নির্দেশ দেন। সেতুমন্ত্রী আরও বলেন, চকরিয়া-পেকুয়া কেন্দ্রিক প্রতিটি সড়কের উন্নয়ন ও মেরামত চলছে। চকরিয়া পৌর শহরের চিরিংগা স্টেশনে মহাসড়ক পারাপারের জন্য একটি ফাইওভার অচিরেই নির্মিত হবে। চকরিয়া সরকারি কলেজের বাউন্ডারি ওয়ালের নির্মাণকাজ এক সপ্তাহের মধ্যে শুরু করার নির্দেশ দেন। চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলমের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক সাংসদ খান বাহাদুর মোস্তাক আহমদ চৌধুরী, সায়মুম সরওয়ার কমল এমপি, আশেক উল্লাহ রফিক এমপি, সাবেক এমপি আবদুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমদ প্রমুখ।