মোংলায় ব্যবসায়ীকে হুমকি মামলার আসামি আটক হয়নি

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলা শহরের ব্যবসায়ীদের মধ্যে “পিস্তল” আতংক দেখা দিয়েছে। এক শিপিং ব্যবসায়ীকে প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি ও জীবননাশের হুমকি প্রদর্শনের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এ আতংকসহ ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই ব্যবসায়ী। মামলার আসামিরা গতকাল সন্ধ্যা পর্যন্ত আটক হয়নি। অবশ্য পুলিশ বলছে, ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেফতার ও প্রদর্শিত পিস্তল উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মামলার বাদীর এজাহার সূত্রে জানা গেছে, সি লিংক ইন্টারন্যাশনাল নামক একটি শিপিং প্রতিষ্ঠানের মালিক মো. ইউছুপ আলী গত রবিবার সকাল ৯ টার দিকে শহরের রিজেকশন গলিতে অবস্থিত তার অফিসের পাশের একটি চায়ের দোকানে বসা অবস্থায় জনৈক সেলিমের নেতৃত্বে আলামিন, আসিক, সারেং বেল্লালসহ একদল চিহ্নিত চোরাকারবারী তাকে ঘিরে ফেলে। এ সময় তারা ইউছুপ আলীর মাথায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি ও জীবননাশের হুমকি প্রদর্শনসহ মারধর এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে চোরাকারবারীরা ইউছুপ আলীকে এ নিয়ে বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়ে চলে যায়। জানা গেছে, মোংলা বন্দরে আগত বিদেশি জাহাজ কেন্দ্রিক গড়ে ওঠা প্রভাবশালী চোরাচালান সিন্ডিকেটের সদস্য আলামিন শিপিং ব্যবসায়ী ইউছুপ আলীর কাছে স্পিডবোট ভাড়া চায়। চোরাচালানের কাজে ব্যবহৃত হতে পারে এ আশঙ্কায় তিনি স্পিডবোট ভাড়া না দেয়ায় চোরাচালানী চক্রটি ক্ষিপ্ত হয়ে ইউছুপ আলীর সাথে এমন ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে। এদিকে শহরে প্রকাশ্যে দিবালোকে এভাবে একজন শিপিং ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি ও জীবননাশের হুমকি প্রদর্শনের ঘটনার খবর পুরো শহরে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মধ্যে এ নিয়ে ক্ষোভ-উত্তেজনাসহ অজানা আতংক বিরাজ করতে থাকে। ঘটনা খতিয়ে দেখতে থানা পুলিশের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থাও মাঠে নামে। প্রদর্শিত অস্ত্রটি কোথা থেকে এলো তা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধূরী জানান, পিস্তল প্রদর্শন করে মারধর ও জীবননাশের চেষ্টার ঘটনায় ব্যবসায়ী ইউছুপ আলীর দেয়া অভিযোগটি মঙ্গলবার রাতে থানায় মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। অভিযুক্তদের আটক ও প্রদর্শিত অস্ত্রটি উদ্ধারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।