ব্যবসায়ী আব্দুল জলিলের ইন্তিকাল, শোক প্রকাশ

0

স্টাফ রিপোর্টার ॥ কমিউনিটি পুলিশিং ফোরাম বেজপাড়া কবরস্থান রোডের সদস্য, ফ্রেন্ডস ক্লাব যশোরের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেনের বড় ভাই ব্যবসায়ী আব্দুল জলিল (৫২) ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি যশোর শহরের বেজপাড়া কবরস্থান রোডের নুর মোহাম্মদের ছেলে। গত মঙ্গলবার রাত আটটার দিকে রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আব্দুল জলিল দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদ জোহর শংকরপুর সরকারি প্রাইমারি স্কুল মাঠে নামাজে জানাজা শেষে তাকে বেজপাড়া সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। আগামীকাল শুক্রবার বাদ আছর নিজ বাড়িতে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এদিকে আব্দুল জলিলের মৃত্যুতে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বেজপাড়া কবরস্থান রোড কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আফজালুল করিম রানু, ফ্রেন্ডস ক্লাব যশোরের সভাপতি মাহমুদ এলাহী মানু এবং উভয় সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আজাদসহ নেতৃবৃন্দ।