যশোরে শহীদ আসাদ দিবস পালিত

0

লোকসমাজ ডেস্ক ॥ শহীদ আসাদ দিবসে সোমবার জাতীয় ছাত্রদল যশোর জেলা কমিটির উদ্যোগে জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক বিশ্বজিৎ বিশ্বাস। বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর যশোর জেলা সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ যশোর জেলা সাধারণ সম্পাদক কৃষ্ণালাল সরকার। বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়ন সদর থানা সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন,গণতান্ত্রিক মহিলা সমিতির জেলা আহ্বায়ক ফরিদা পারভীন, যুগ্ম-আহ্বায়ক পারভীন সুলতানা, জাতীয় ছাত্রদলের জেলা সদস্য মধুমঙ্গল বিশ্বাস, নিদ্রিতা আফরোজ প্রমুখ ।
সভায় বক্তরা বলেন, রাজনৈতিক কর্মকান্ডে নিবেদিত প্রাণ আসাদ গরিব ও অসহায় ছাত্রদের শিার অধিকার আদায়ের জন্য সর্বদাই সজাগ ছিলেন। ছাত্ররাজনীতি করার সময়ে তিনি কোনো অন্যায়ের সাথে আপোষ করেননি। তার ধারাবাহিকতায় ১৯৬৯ সালে ১১দফার দাবি উপস্থাপন করেন এবং প্রবল ছাত্র আন্দোলন গড়ে তোলেন। পূর্ব পরিকল্পনা অনুসারে ২০ জানুয়ারি, ১৯৬৯ তারিখ দুপুরে ছাত্রদেরকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজের পাশে চাঁন খাঁ’র পুল এলাকায় মিছিল নিয়ে অগ্রসর হচ্ছিলেন আসাদুজ্জামান। পুলিশ তাদেরকে চাঁন খাঁ’র পুলে বাধা দেয় ও চলে যেতে বলে। কিন্তু বিােভকারী ছাত্ররা সেখানে প্রায় এক ঘন্টা অবস্থান নেয় এবং আসাদ ও তার সহযোগীরা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। ওই অবস্থায় খুব কাছ থেকে আসাদকে ল্য করে এক পুলিশ অফিসার গুলিবর্ষণ করে। তৎণাৎ গুরুতর আহত অবস্থায় আসাদকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বক্তারা আরও বলেন, শহীদ আসাদ-এর স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি। আজও এদেশের শ্রমিক-কৃষক, ছাত্রসমাজ তথা আপামর জনতা নানা বৈষম্যের শিকার। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে হলে ছাত্রসমাজকেই অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে এবং জাতীয় মুক্তি,স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার ল্েয অগ্রসর হতে হবে।