সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে কেশবপুরে মানববন্ধন

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে কেশবপুরে মানববন্ধন হয়েছে। শহরের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্বরে মানববন্ধনে বক্তৃতা করেন, মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুগ্মআহ্বায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, কেশবপুর প্রেস কাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সাবেক সভাপতি আজিজুর রহমান কেশবপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি জয়দেব চক্রবর্ত্তী, কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মশিউর রহমান, স্বেচ্ছাসেবী সংস্থা ওয়ার্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলী, সিলেট ওসমানী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাক্তার হাসনাত মুন, সমাজ উন্নয়ন কর্মী বাবর আলী গোলদার, চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক সাংবাদিক উৎপল দে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের সভাপতি শেখ শাহিন প্রমুখ।
বক্তারা সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের নামে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি করেন। কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট ও পৌর ভ্যান চালক সমিতির পক্ষ থেকে সংহতি প্রকাশ করে ব্যানারসহ মানববন্ধনে অংশ নেন। মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কবি খসরু পারভেজ জানান, সাগরদাঁড়িতে মধুসূদন সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের দাবিতে বুধবার বাংলা সাহিত্যের প্রবাদ পুরুষ অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক সনেট রচয়িতা মহাকবি মাইকেল মধুসূনদ দত্তের ১৯৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী মধুমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির কাছে স্মারকলিপি দেওয়া হবে।