কেশবপুরে মূলগ্রাম বাজারে কম্পিউটার দোকানে চুরি

0

স্টাফ রিপোর্টার,কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুরে মূলগ্রাম বাজারে একটি কম্পিউটার দোকানের দরজা ভেঙে গত রোববার রাতে দুঃসাহসিক চুরি হয়েছে। এ সময় চোরেরা টাকা, কম্পিউটার যন্ত্রাংশসহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় দোকান মালিক নিয়ামত আলী অজ্ঞাত চোরদের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে, প্রতিদিনের মত গত শনিবার রাত ১০ টার দিকে মুজাহিদ হোসেন ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে বাড়িতে চলে আসেন। পরের দিন সকালে মুজহিদ হোসেন দোকানে গিয়ে দেখেন দরজা ভাঙা। রোববার গভীর রাতে চোরেরা ভেতরে প্রবেশ করে কম্পিউটারের পিসি, বিক্রির জন্যে রাখা কম্পিউটারের র‌্যাম, হার্ডিস্ক, প্রসেসরসহ ৫০ টি মূল্যবান মোবাইল ফোন, মোবাইল ফোনের মেমোরি, পার্টস, চার্জারসহ ১ লক্ষাধিক টাকার মালামাল ও টাকা নিয়ে গেছে।