যশোর ইন্সটিটিউটের নির্বাচনে পরিবর্তন ও উন্নয়ন সমিতির প্যানেল পরিচিতি সভা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর ইন্সটিটিউটের নির্বাচনে পরিবর্তন ও উন্নয়ন সমিতি মনোনিত প্রার্থীদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সোমবার। এ সমিতির প্যানেলের নাম ড. মোঃ মুস্তাফিজুর রহমান-এজেড এম সালেক (স্বপন) প্যানেল। সন্ধ্যায় শহরের পাইপপট্টিতে অনুষ্ঠিত পরিচিতি সভায় উপস্থিত ছিলেন প্রফেসর ড.মো. মুস্তাফিজুর রহমান, ইবাদত আলী, অ্যাডভোকেট শহীদ আনোয়ার, মোস্তাক হোসেন শিম্বা, কাজী লুৎফন্নেছা, মুস্তাফিজুর রহমান কাবুল, মাহমুদ হাসান বুলু, শ্রাবন্তী আহমেদ, ডা. জহিরুল ইসলাম, হাসিনুর রহমান, ইমরান সাদিক, মুস্তাফিজুর রহমান কবীর, সানোয়ার আলম দুলু, অ্যাড. কায়েস, অ্যাড. প্রশান্ত দেবনাথ, অধ্যক্ষ শাহীন ইকবাল, চৌধুরী আশরাফুল ইসলাম, সুখেন মজুমদার, অ্যাড. আমিনুর রহমান হিরু, এজেডএম সালেক (স্বপন)।