মোংলায় এক শিপিং ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে জীবননাশের হুমকি

0

মোংলা (বাগেরহাট) সংবাদদাতা ॥ মোংলা শহরে প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে এক শিপিং ব্যবসায়ীকে জীবননাশের হুমকি প্রদর্শনের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ, উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। রবিবার সকালে জনৈক সেলিমের নেতৃত্বে একদল চিহ্নিত চোরাকারবারী শিপিং ব্যবসায়ী মো.ইউছুপ আলীকে শহরের রিজেকশন গলি এলাকায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি ও জীবননাশের হুমকি দেয়। বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইতিমধ্যে ঘটনাটি খতিয়ে দেখতে শুরু করেছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী ও একাধিক গোয়েন্দা সূত্রে জানা গেছে, সি লিংক ইন্টারন্যাশনাল নামক একটি শিপিং প্রতিষ্ঠানের মালিক মো. ইউছুপ আলী রবিবার সকাল ৯ টার দিকে শহরের রিজেকশন গলিতে তার অফিসের পাশের একটি চায়ের দোকানে বসে ছিলেন। এ সময় জনৈক সেলিমের নেতৃত্বে একদল চিহ্নিত চোরাকারবারী তাকে ঘিরে ফেলে। ইউছুপ আলী কোন কিছু বুঝে ওঠার আগেই সেলিম তার মাথায় পিস্তল ঠেকিয়ে ভয়ভীতি ও জীবননাশের হুমকি দেয়াসহ অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে চোরাকারবারী চক্র ইউছুপ আলীকে এ নিয়ে বাড়াবাড়ি না করার নির্দেশ দিয়ে চলে যায়। জানা গেছে, মোংলা বন্দরে আগত বিদেশি জাহাজকেন্দ্রিক গড়ে ওঠা প্রভাবশালী চোরাচালান সিন্ডিকেট চক্রের অবৈধ স্বার্থে আঘাত আসায় এরা ইউছুপ আলীর সাথে এমন ঘটনা ঘটায়। যদিও ব্যবসায়ী ইউছুপ আলী এ বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি। এদিকে ঘটনাটি ধীরে ধীরে পুরো শহরে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ উত্তেজনাসহ অজানা আতঙ্কের সৃষ্টি হয়। শহরে প্রকাশ্য দিবালোকে এভাবে একজন শিপিং ব্যবসায়ীকে অস্ত্র ঠেকিয়ে ভয়ভীতি ও জীবন নাশের হুমকি প্রদর্শনের ঘটনা খতিয়ে দেখতে বিভিন্ন গোয়েন্দা সংস্থাও মাঠে নামে। প্রদর্শিত অস্ত্রটি কোথা থেকে এলো তা নিয়েও দেখা দিয়েছে নানা প্রশ্ন। বিভিন্ন সূত্র বলছে, অস্ত্রটি অবৈধ। চোরাকারবারী চক্রটি তাদের প্রভাব ও আধিপত্য বিস্তারের জন্য অস্ত্রটি প্রদর্শন করেছে।