শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালিত বাগেরহাটে

0

বাগেরহাট সংবাদদাতা ॥ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের ৮৪ তম জন্মবার্ষিকী পালন করেছে বাগেরহাট জেলা বিএনপি। এ উপলক্ষে সোমবার দুপুরে বাগেরহাট শহরের সরুই দলীয় কার্যালয়ে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম. এ সালাম, সাবেক সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি শেখ এসকেন্দার হোসেন, সহ-সভাপতি অ্যাড. আব্দুল হাই, শেখ শাহেদ আলী রবি, মহিলাদলের সাধারণ সম্পাদক শাহিদা আক্তার, উপজেলা বিএনপির নেতা হাফিজুর রহমান তুহিন, শরিফুল কালাম কারিম, হাফিজুর রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী দীপ প্রমুখ। আলোচনা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।