যশোরে ১১ কেজি সোনার বার উদ্ধার, আটক ৩

0

স্টাফ রিপোর্টার ॥ ভারতে পাচারকালে যশোরে ১১ কেজি ওজনের সোনার ৯৪টি বার উদ্ধার করেছে বিজিবি। এ সময় প্রাইভেটকারসহ ৩ জনকে আটক করা হয়েছে। যশোর-বেনাপোল সড়কের পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গত রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে সোনার বারসহ ওই ৩ জনকে আটক করা হয়। যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে যশোর- বেনাপোল সড়কের পুলেরহাট ভাটা সংলগ্ন (মাধ্যমিক বিদ্যালয়ের সামনে) বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। সুবেদার মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ সময় ঢাকা থেকে আসা বেনাপোলগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো গ-৪৩-৪২২৯) আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ওই গাড়ি থেকে ভারতে পাচারের জন্য নিয়ে আসা সোনার ৯৪টি বার উদ্ধার করা হয়। যার ওজন ১০ কেজি ৯৩৫ গ্রাম। বর্তমানে এই সোনার বাজার মূল্য ৬ কোটি ৬০ লাখ টাকা। সোনার এই বারগুলো প্রাইভেটকারচালকের পায়ের কাছে টেপ দিয়ে মোড়ানো ছিলো। সূত্র জানায়, বিজিবি সদস্যরা এ সময় প্রাইভেটকারচালকসহ ৩ জনকে আটক করেন। এরা হচ্ছেন শার্শা উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে প্রাইভেটকারচালক জাহিদুল ইসলাম (৩৮), আমলায় গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী (২৮) ও কুমিল্লার দাউদকান্দি উপজেলার নলচক গ্রামের মনির হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (২৩)। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিজিবি’র কাছে স্বীকার করেন, প্রাইভেটকারের মালিক শার্শার পুটখালী গ্রামের বাসিন্দা ইমান আলী। তারা ঢাকার শ্যামলী থেকে সোনার বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের জন্য বেনাপোল নিয়ে যাচ্ছিলেন।
কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, প্রায় ১১ কেজি সোনাসহ ৩ জনকে আটকের ঘটনায় বিজিবি’র পক্ষ থেকে সোমবার বিকেলে থানায় একটি লিখিত এজাহার দাখিল করা হয়েছে।