মণিরামপুরে আন্তঃস্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

লোকসমাজ ডেস্ক ॥ ‘যুক্তির আলিঙ্গনে মুক্ত করি অজ্ঞতার জট’ স্লোগানকে সামনে রেখে সোমবার যশোরের মণিরামপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে আন্তঃস্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা। মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থা ও অ্যাবাকাস সফট্ বিডি লিমিটেড এর সহযোগিতায় মুজিব বর্ষ উপলক্ষে এ প্রতিযোগিতার আয়োজ করে। উদ্বোধনী পর্বে মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশনের পরিচালক ও মনিরামপুর উপজেলা সমন্বয়ক হাদিউজ্জামান ফয়সালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ জি এম রবিউল ইসলাম ফারুকি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কে এম আব্দুর রউফ, মণিরামপুর সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমান, কুয়াদা বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইফনুচ আলী এবং দৈনিক গ্রামের কাগজের রিপোটার জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন, বাংলাদেশের কোষাধ্যক্ষ শ্রাবনী আক্তার বন্যা।