বিশ্ব নেতারা লিবিয়ায় হস্তক্ষেপ না করার বিষয়ে একমত হয়েছেন

0

লোকসমাজ ডেস্ক॥ ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল সোমবার বলেন লিবিয়ায় অস্ত্র বিরতি কাজ করতে হলে, কাউকে পর্যবেক্ষকের ভূমিকা পালন করতে হবে।
ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতি বিষয়ক মন্ত্রীদের বৈঠকের আগে তিনি সাংবাদিকদের কাছে ওই বক্তব্য রাখেন। ই ইউর বিদেশ মন্ত্রীরা বৈঠকে লিবিয়া পরিস্থিতি বিষয়ে এবং রবিবার লিবিয়া বিষয়ে বিশ্ব নেতাদের সম্পাদিত চুক্তি সম্পর্কে আলোচনা করবেন। ওই চুক্তিতে বিশ্ব নেতারা অস্ত্র নিষেধাজ্ঞা মানবেন এবং লিবিয়ায় হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দেন।
বোরেল বলেন,“আপনি বলতে পারবেন না অস্ত্র বিরতি বলবৎ রয়েছে এবং তারপর ভুলে যাবেন। ” তিনি বলেন “অস্ত্র বিরতি টিকিয়ে রাখতে হবে, কাউকে পর্যবেক্ষণ করতে হবে। জাতিসংঘ, আফ্রিকী ইউনিয়ন, ইউরোপীয় ইউনিয়ন কাউকে তা করতে হবে।”
বিশ্বের ১২জন নেতা এবং ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, আফ্রিকী ইউনিয়ন ও আরব লীগের শীর্ষ প্রতিনিধিরা বার্লিনে এক দিনের শীর্ষ সম্মেলনে লিবিয়া বিষয়ে একমত হন। লিবিয়ায় প্রতিদ্বন্দ্বি দুই সরকার বাহিনী ক্ষমতারজন্য লড়াই করছে।