বটিয়াঘাটায় সংবাদ

0

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ বটিয়াঘাটায় ঝপঝপিয়া নদীর জমি দখলমুক্ত করে নদীর দু পাড়ের ভূমিহীনদের মাঝে স্থায়ী বন্দোবস্ত প্রদানের দাবিতে সুখদাড়া ভূমিহীন সমবায় সমিতির সদস্যরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করেছেন। অভিযোগে প্রকাশ, বটিয়াঘাটা উপজেলার গজালীয়া এলাকার মাংগা নদীর মুখ থেকে সালতা নদীর মুখ পর্যন্ত ৬ কিলোমিটার লম্বা ও ৪ শ ফুট চওড়া এলাক জুড়ে ঝপঝপিয়া নদী ভরাটি সরকারি খাস জমি রয়েছে। এ জমি প্রভাবশালীরা বিভিন্ন কৌশলে দখল করে রেখেছেন। সুখদাড়া ভূমিহীন সমবায় সমিতির সভাপতি রতন মন্ডল, সহ-সভাপতি মো. মোসলেম শেখ, সাধারণ সম্পাদক কান্তিলাল সরদার, কোষাধ্যক্ষ দিলীপ তরফদার, সদস্য পঞ্চানন রায়, উত্তম মন্ডল, গুরুপদ রায়, সুরেন হালদার, রণজিৎ হালদারসহ নেতৃবৃন্দ খাস জমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত প্রদানের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
বটিয়াঘাটা উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গত সোমবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ মাঠ ও সরকারি কিশালয় প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুল আলম খান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান নিতাই গাইন ও মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল। অতিথিরা ৪৮ টি বিষয় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার সামগ্রী তুলে দেন।
ইভটিজিং সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক সভা
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ বটিয়াঘাটায় মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, আইন সহায়তা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক এক সভা সোমবার সকাল ১০ টায় নিজখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা সভাপতি ইন্দ্রজিৎ টিকাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস’র খুলনা মহানগর সভাপতি ইঞ্জিনিয়র মো. সাজ্জাত খান। বিশেষ অতিথি ছিলেন মৃত্যুঞ্জয় রায়, প্রসেনজিৎ দত্ত, মো. শহীদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ আবু সাইদ, স্বপন রায়, চিন্ময় রায়, রায়হান ইসলাম, নিয়াজ চৌধূরী, কিশোর কুমার রায়, মহাম্মদ আলী মীর, শহিদুল ইসলাম প্রমুখ।
ইলেকট্রিশিয়ান ইউনিয়ন
বটিয়াঘাটায় ইলেকট্রিশিয়ান ইউনিয়নের নতুন আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা শনিবার বেলা ১১ টায় সমিতির অস্থায়ী কার্যালয়ে সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন ডুমুরিয়া ইলেকট্রিশিয়ান ইউনিয়ন ও জেলা সভাপতি মো. ইকরামুল হক। সভায় সর্বসম্মতিক্রমে সুবোধ চন্দ্র বৈরাগীকে আহবায়ক, আলী আহম্মেদকে যুগ্ম আহবায়ক ও রণজিত গোলদার, কাজল মন্ডল, মাহমুদ শেখকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট বটিয়াঘাটা উপজেলা ইলেকট্রিশিয়ান আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।