শার্শায় সাংবাদিকের ওপর হামলায় প্রেসকাবসহ বিভিন্ন সংগঠনের নিন্দা

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ গত শুক্রবার যশোরের শার্শায় ছাত্রদলের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালনে সংবাদ সংগ্রহ ও ছবি তুলতে গেলে শার্শা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ, যশোরের দৈনিক লোকসমাজ পত্রিকার শার্শা উপজেলা প্রতিনিধি মনিরুল ইসলাম মনির ওপর হামলা চালায়। হামলাকারীরা তার ব্যবহৃত ক্যামেরা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। সাংবাদিকের ওপর এ হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিচার দাবি করেছেন বেনাপোল প্রেসকাব, টিভি জার্নালিস্ট এসোসিয়েশন ও বেনাপোল রিপোর্টার্স ইউনিট।
বিবৃতিদাতারা হলেন, বেনাপোল প্রেস কাবের সভাপতি আলহাজ মহসিন মিলন, সিনিয়র সহ-সভাপতি আলহাজ জামাল উদ্দিন, সহ-সভাপতি আলহাজ বকুল মাহবুব, সাংবাদিক কাজী শাহাজান সবুজ, দেবুল কুমার দাস, মশিয়ার রহমান, ফারুক হাসান, শেখ নাসির উদ্দিন, সেলিম রেজা, মিলন হোসেন, শিশির কুমার, ফারুক হোসেন প্রমুখ। অনুরুপ বিবৃতি দিয়েছেন, বেনাপোল টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সাজেদুর রহমান ও সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন পাপ্পু, বেনাপোল রিপোর্টার্স ইউনিটের সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হাসান। এ ছাড়াও তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাংবাদিক আহম্মদ আলী শাহিন, আব্দুল মান্নান, আনোয়ার হোসেন, প্রমুখ। নেতৃবৃন্দ পুলিশের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলা ও তাকে লাঞ্ছিত করার বিষয়টি তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন।