কেশবপুরে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতার মেয়ে নিহত

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোরের কেশবপুর পৌর যুবদল নেতা আব্দুল হালিম অটলের মেয়ে সাবরিনা খাতুন (৩) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত শুক্রবার সকালে মায়ের সাথে বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে দ্রুতগামী আলমসাধুর ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাতে সাবরিনার মৃত্যু হয়। এ খবর পেয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদেরকে সহমর্মিতা জানাতে পৌর এলাকার আলতাপোল গ্রামে আসেন কেন্দ্রীয় বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
নিহত সাবরিনার পারিবারিক সূত্র জানায়, শুক্রবার সকাল ১১ টার দিকে কেশবপুর পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ও থানা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হালিম অটলের মেয়ে সাবরিনা খাতুন তার মায়ের সাথে ইঞ্জিনচালিত ভ্যানযোগে উপজেলার আলতাপোল (২৩ মাইল) গ্রামে নানা বাড়ি যাচ্ছিল। পথে যশোর-সাতীরা সড়কের ২৩ মাইল নামক স্থানে নেমে তার মা আকলিমা খাতুন ভ্যান ভাড়া দিচ্ছিলেন। এ সময় চুকনগর থেকে কেশবপুরের দিকে ছেড়ে আসা দ্রুতগামী আলমসাধুর ধাক্কা খেয়ে সাবরিনা মারাত্মক আহত হয়। শনিবার তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নেন, বিএনপির কেন্দ্রীয় খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. বদরুজ্জামান মিন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি ও কেশবপুর পৌরসভার সাবেক মেয়র আল্হাজ আব্দুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান, বিএনপি নেতা প্রভাষক আলা উদ্দীন আলা, কুতুব উদ্দীন বিশ্বাস, শেখ শহিদুল ইসলাম, আলমগীর কবির, চেয়ারম্যান হুমায়ুন কবির পলাশ, কবির হোসেন বাবু, নাজমুল হোসেন বাবুল। এছাড়া জানাজায় অংশ নেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এইচ এম আমির হোসেন, পৌরসভার মেয়র রফিকুল ইসলামসহ দলমত নির্বিশেষে বিভিন্ন স্তরের নেতাকর্মী।