জানাজায় শোকাহত মানুষের ঢল

0

স্টাফ রিপোর্টার ॥ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত তিনজনের জানাজায় শোকাহত মানুষের ঢল নামে। বাদমাগরিব যশোর শহরের আরএন রোডে জানাজা শেষে তাদের কারবালা কবরস্থানে দাফন করা হয়। আগামী শুক্রবার বাদআছর দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
গতকাল দুপুর ২টার দিকে যশোর ২৫০ শয্যা হাসপাতালের মর্গ থেকে সড়ক দুর্ঘটনায় নিহত দু’বোন তানজিলা ইয়াসমিন ইয়াসা, তলিমা ইয়াসমিন ও তাদের ভাবি আফরোজ তাবাসসুম তিথির লাশ নিয়ে যাওয়া হয়। বারান্দীপাড়া ঢাকা রোডস্থ ইয়াসিন আলীর বাসভবনে। খালধার রোড মোড় হতে আরএন রোডের তাজ হোটেল পর্যন্ত হাজার হাজার মানুষ জানাজায় শরিক হন। এদের মধ্যে উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হলেন- বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ও খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন, জেলা জাসদের সভাপতি অ্যাড. রবিউল আলম, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, সদস্য প্রফেসর গোলাম মোস্তফা, গোলাম রেজা দুলু, মিজানুর রহমান খান, আনিছুর রহমান মুকুল, রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ, নগর বিএনপির সভাপতি মো. মারুফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, বিএনপি নেতা আঞ্জুরুল হক খোকন, মটর পার্টস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, সামাজিক ব্যক্তিত্ব অ্যাড. শহীদ আনোয়ার, সাবেক ইউপি চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগরসহ জেলা, বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সামাজিক ব্যক্তিবর্গ। পরে লাশ কারবালা কবরস্থানে দাফন করা হয়। আগামী শুক্রবার বাদআছর নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
জানাজার আগে বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতৃবৃন্দ তাদের বাসভবনে যান। ্এ সময় সন্তান হারানো পিতা ইয়াসিন আলী তাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েন। জনাব অমিত তাকে সান্ত্বনা দেন। তিনি মৃতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।