অজ্ঞান পার্টির কবলে আরও এক ব্যবসায়ী

0

স্টাফ রিপোর্টার॥ অজ্ঞান পার্টির কবলে পড়ে আয়ুব আলী (৪৫) নামে এক ব্যবসায়ী ৫০ হাজার টাকা, মোবাইল ফোনসহ সর্বস্ব খুঁইয়েছেন। আয়ুব আলী জানিয়েছেন, শুক্রবার রাতে সাউদীয়া পরিবহনযোগে তিনি চট্টগ্রাম থেকে যশোর আসছিলেন। পথের মাঝে বাসের ভেতর দুর্বৃত্তরা তাকে কৌশলে অজ্ঞান করে ফেলে এবং তার কাছে থাকা ৫০ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও ব্যাগে থাকা মালামাল নিয়ে যায়। শুক্রবার সকালে চালক তাকে যশোরে এনে বাস থেকে নামিয়ে দেন। তখন লোকজন তাকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে দেন। আয়ুব আলীর বাড়ি নীলফামারির সৈয়দপুরে। বর্তমানে তিনি যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকায় বসবাস করেন।