যশোরে ভৈরব আইটি’র সনদপত্র বিতরণ

0

লোকসমাজ ডেস্ক ॥ শনিবার যশোরে ভৈরব আইটি সেন্টারে প্রতিষ্ঠানটির প্রশিক্ষনপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। সকালে শহরের রেল রোডস্থ নিজস্ব কার্যালয়ে এই সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ছয় মাস মেয়াদী কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর। ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম তারেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন সফল ফ্রিল্যান্সার মোঃ মাহবুবুর রহমান, এ্যাডভোকেট রেজাউল করিম, আইটি সেন্টারটির সহকারি পরিচালক মোঃ ইলিয়াস হোসেনসহ অন্যরা। আলোচনা শেষে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।