ঝিকরগাছায় কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ যশোরের ঝিকরগাছার খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনছে। লটারির মাধ্যমে কৃষক বাছাইয়ের পর গত ১৮ ডিসেম্বর শুরু হয় ২৬ টাকা কেজিতে সরাসরি কৃষকের নিকট থেকে ধান ক্রয়। শনিবার সরেজমিনে উপজেলা খাদ্যগুদামে গিয়ে দেখা গেছে ভ্যান, নছিমন, আলমসাধুসহ বিভিন্ন যানবাহনে করে কৃষকরা এক মেট্রিকটন (২৫ মণ) করে ধান নিয়ে এসেছেন। ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন সেখানে কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীসহ শ্রমিকরা। ইতিমধ্যে প্রায় ৬ শ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে বলে জানান ঝিকরগাছা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রবোদ কুমার পাল। তিনি বলেন, ’দু দফা শৈত্যপ্রবাহ এবং গুদামে পর্যাপ্ত জায়গা না থাকায় গত একমাসে ৬ শ মেট্রিকটন ধান ক্রয় করা হয়েছে। মিলাররা পে-অর্ডার করার পর চাহিদা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে গুদামের ধান বের করতে পারলে আগামী একমাসের মধ্যে সকল কৃষকের কাছ থেকে ধান ক্রয় করা সম্ভব হবে।