বঙ্গোপসাগরে দুটি ট্রলারসহ ২৬ ভারতীয় জেলে আটক

0

বাগেরহাট অফিস ॥ বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অবৈধ প্রবেশ ও আন্তর্জাতিক সীমানা আইন লংঘণ করে মাছ শিকারের অপরাধে ২৬ ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার বিকেলে মোংলা বন্দরের অদূরে ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে ট্রলারসহ এ জেলেদের আটক করা হয়। এ সময় এফ,বি শঙ্খ প্রদীপ ও মা মঙ্গল নামের দুটি ফিশিং ট্রলার ও বিভিন্ন প্রজাতির বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ জব্দ করে নৌবাহিনীর সদস্যরা। পরে সন্ধ্যায় আটককৃতদের মোংলা থানায় হস্তান্তর করেছে নৌবাহিনী। মোংলা থানার উপ-পরিদর্শক (এস আই) মো. আহাদ বলেন, এ ঘটনায় নৌবাহিনীর মোংলা বন্দরের দিগরাজ নৌঘাঁটির চিফ পেটি অফিসার ইমান আলী আন্তর্জাতিক সমুদ্র আইনে আটক জেলেদের বিরুদ্ধে মোংলা থানায় মামলা করেছেন। আটক জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের চব্বিশ পরগণা জেলার বিভিন্ন এলাকায়।