পেছাল ঢাকার দুই সিটির ভোট

0

লোকসমাজ ডেস্ক ॥ পেছাল ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণের তারিখ। ৩০ জানুয়ারির পরিবর্তে নির্বাচন কমিশন ১ ফেব্র“য়ারি ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করেছে। ৩০ জানুয়ারি সরস্বতী পূজা হওয়ায় তুমুল বিতর্ক ও প্রতিবাদের মুখে শনিবার বিকেলে জরুরি বৈঠকে বসে নির্বাচন কশিন। এরপর রাত ৮টা ২০ মিনিটে নতুন সিদ্ধান্তের কথা জানান প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। শনিবার ঢাকার দুই সিটি নির্বাচন নিয়ে হঠাৎ জরুরি বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। ইসির জনসংযোগ শাখা থেকে নির্বাচন কমিশনারদের ফোন করে বৈঠকে আসার জন্য বলা হয়। শনিবার বিকেল ৪টায় নির্বাচন ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আরো পরে শুরু হয় বলে জানান প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পিএস একেএম মাজহারুল ইসলাম। তখন তিনি বলেন, এটা পূর্ব নির্ধারিত ছিল না। কমিশনাররা বসবেন। সকালে অফিসে এলেও দুপুরের দিকে নির্বাচন ভবন থেকে বেরিয়ে যান সিইসি ও কমিশনার রফিকুল ইসলাম। যাওয়ার সময় তিনি সাংবাদিকদের বলেন, পরিস্থিতি বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নিলে নির্বাচন পেছাবে। সরস্বতী পূজার জন্য ঢাকার দুই সিটি নির্বাচন পেছানোর দাবিতে আমরণ অনশনে বসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিার্থীরা। এ নিয়ে তাদের করা রিট আবেদন হাইকোর্ট খারিজ করে দিলে তার আপিলের শুনানিও রয়েছে রোববার। সব প্রার্থী ও রাজনৈতিক দলও সরস্বতী পূজার দিন ভোটগ্রহণের বিরোধিতা করেন। এরপর শনিবার নতুন তারিখ নির্ধারণ করেন ইসি। তবে প্রচারসহ অন্যান্য বিধি-নিষেধ বিষয়ে তাৎণিক কিছু জানাননি নূরুল হুদা।