মোংলায় গলায় ওড়না পেঁচানো গৃহবধূর লাশ উদ্ধার, স্বজনদের অভিযোগ হত্যা

0

মোংলা ( বাগেরহাট) অফিস ॥ বাগেরহাটের মোংলায় গলায় ওড়না পেঁচানো কুলসুম বেগম (২৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার সুন্দরবন ইউনিয়নের বড়ইতলা গ্রামের স্বামী আলম শেখের বসত ঘর থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
মৃত গৃহবধূ কুলসুমের বড় ভাই আব্দুল হালিম ফরাজি জানান, প্রায় আড়াই বছর আগে পাশর্^বর্তী সুন্দরবন ইউনিয়নের রড়ইতলা এলাকার মৃত মোকতার শেখের ছেলে আলম শেখের সাথে কুলসুমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই বোন কুলসুমকে তার স্বামী ও পরিবারের লোকজন বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। শনিবার ভোর রাতে মোবাইল ফোনের মাধ্যমে জানতে পারেন, তার বোন গুরুত্বর অসুস্থ। কিন্তু সেখানে গিয়ে বোনের গলায় ওড়না পেঁচানো ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে তারা। এ ব্যাপারে স্বামী আলম শেখের পরিবার জানায়, কুলসুম বেগম কারো সাথে অভিমান করে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। মোংলা থানার এস আই আব্দুল আহাদ জানান, ময়ানাতদন্ত শেষে মৃত্যুর আসল কারণ জানা যাবে। থানায় অপমৃত্যু মামলা শেষে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান। স্বজনদের অভিযোগ, কুলসুমকে তার স্বামী ও স্বামীর পরিবারের লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েছে।