বাসের গাছে ধাক্কা আহত ৩০

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর-ঝিনাইদহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি আছেন। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টার দিকে যশোর ক্যান্টনমেন্টস্থ শানতলা এলকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার ৮টার দিকে চৌগাছা থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে- আসা একটি যাত্রীবাহী বাস শানতলা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা খায়। এ ঘটনায় আহত হন বাসের সুপারভাইজার গোলাম রসুল (৩০), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আব্দুর রহমান (৩২), চৌগাছার ফুলসারা গ্রামের আবুল কালাম আজাদের পুত্র আব্দুর রাজ্জাক (২৯), একই গ্রামের হাফিজুর রহমানের পুত্র আব্দুর রহমান (৩২) ও লুৎফর রহমানের পুত্র হারুন-অর-রশিদ (৩৫), জগহাটি গ্রামের রতনের পুত্র রবিন (৪০), একই গ্রামের বদর উদ্দিনের কন্যা নাদিরা সুলতানা (২৭)। সলুয়া গ্রামের ফিরোজ হোসেনের পুত্র ইকবাল হোসেন (৩২), সদর উপজেলার দোগাছিয়া গ্রামের ইসলামের স্ত্রী জোস্না (২৮), একই গ্রামের আনসার আলীর কন্যা সালমা খাতুন (২৯), চুড়ামনকাটি গ্রামের আব্দুল আজিমের কন্যা জেসমিন (৩০) ও মনিরামপুরের খাটুরা গ্রামের ফজলুর রহমানের স্ত্রী রূপালী খাতুন (৩৮)। চুড়ামনকাটি এলাকার পথচারী ইরাদ আলী (৫৫)। আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আবার অনেকে বিভিন্ন কিনিকে চিকিৎসা নিয়েছেন।