মুজিববর্ষ উপলক্ষে শার্শায় আন্তঃস্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

0

লোকসমাজ ডেস্ক ॥ ‘যুক্তির আলিঙ্গনে মুক্ত করি অজ্ঞতার জট’ শ্লোগানকে সামনে রেখে মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন, বাংলাদেশ এর আয়োজনে এবং স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থা ও এ্যাবাকাস সফট্ বিডি লিমিটেড এর সহযোগিতায় মুজিববর্ষ উপলক্ষে বৃহস্পতিবার যশোরের শার্শা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে আন্তঃস্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা-২০২০। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষপূর্তি (মুজিববর্ষ) উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় দশটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় অর্ধশত প্রতিযোগী অংশগ্রহণ করেন। নাভারণ ডিগ্রী কলেজে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন, বাংলাদেশ এর সহ-সভাপতি ফারজানা রহমান পিয়া। উদ্বোধনী পর্বে মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন, বাংলাদেশের সভাপতি বায়জিদ মাহামুদ অভি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল। অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অধ্যক্ষ লায়লা আফরোজা বানু, নাভারণ কলেজের উপাধ্যক্ষ মো. আব্দুর রউফ, ফজিলাতুন্নেছা মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক অমিত রঞ্জন চক্রবর্তী, গোড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও এমএমডিএফ বিডি’র শিক্ষক উপদেষ্টা শাহানারা খাতুন।একক বিতর্ক, কুইক-কুইজ, উপস্থিত বক্তৃতা ও বাংলা বানান শুদ্ধিকরণ প্রতিযোগিতায় স্কুল ও কলেজ পর্যায়ে শার্শার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রতিটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শ্রেষ্ঠ তিনজন বিজয়ী প্রতিযোগীর মাঝে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণী পর্বে স্কুল পর্যায়ে শার্শা মাধ্যমিক বালিকা বিদ্যালয় চারটি, পাকশিয়া মাধ্যমিক বিদ্যালয় তিনটি, শার্শা পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় চারটি, গোড়পাড়া মাধ্যমিক বিদ্যালয় একটি এবং কলেজ পর্যায়ে ফজিলাতুন্নেছা মহিলা কলেজ পাঁচটি, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ একটি এবং নাভারণ ডিগ্রি কলেজ দুটি পুরস্কার অর্জন করে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন, বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক সুমনা ইসলাম।