তালায় শিশু অধিকার ও শিশু সুরক্ষায় চাইল্ড হেল্পলাইন বিষয়ক কর্মশালা

0

তালা (সাতক্ষীরা) সংবাদদাতা ॥ ‘থাকলে শিশু সুরক্ষিত, উন্নয়ন হবে অর্জিত’ এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় শিশু অধিকার ও শিশু সুরক্ষায় চাইল্ড হেল্পলাইন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে চাইল্ড সেনসেটিভ ও সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্পের ফেইজ-২ সহায়তায় এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালাটি পরিচালনা করেন তালা উপজেলা সমাজসেবা কর্মকর্তা শেখ আব্দুল আওয়াল। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের সাতক্ষীরা জেলা উপ-পরিচালক দেবাশিষ সরদার, সহকারী উপ-পরিচালক রোকনুজ্জামান, তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, এফ এস মো. এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দীন আলাউদ্দীন জোয়ার্দ্দার, ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, বেসরকারি সংস্থা উত্তরণের প্রতিনিধি মীর জিল্লুর রহমান, তালা প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।