যশোরে জাগরণী চক্রের কর্মশালা অনুষ্ঠিত

0

লোকসমাজ ডেস্ক ॥ বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে যশোরে অনুষ্ঠিত হয়েছে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও বিতর্ক বিষয়ক কর্মশালা। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় বৃহস্পতিবার যশোর জিলা স্কুলে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এ কর্মশালা। সকাল ১০ টায় অনুষ্ঠিত কর্মশালায় অংশ নেয় যশোরের ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ৪০ জন শিক্ষার্থী। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার, উপস্থাপক ও শ্বগতকণ্ঠের পরিচালক কাজী শাহেদ নওয়াজ এবং ন্যাশনাল ডিবেট ফাউন্ডেশন বাংলাদেশ সহকারী পরিচালক ও বিতর্ক প্রশিক্ষক ফয়সাল মাহমুদ। প্রশিক্ষকদ্বয় শিক্ষার্থীদের মাঝে শুদ্ধ উচ্চারণের বিভিন্ন দিক, কবিতা আবৃত্তি ও বিতর্কের নানা কলাকৌশল নিয়ে আলোচনা করেন। ুপুরে সমাপনি অধিবেশনে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন যশোর জিলা স্কুলের প্রধান শিক্ষক একেএম গোলাম আযম। এ সময় উপস্থিত ছিলেন জেলা সাংস্কৃতিক কর্মকর্তা হায়দার আলী।