ঢাকা সিটি ভোটের তারিখ পরিবর্তনে আমরণ অনশনে ঢাবি শিক্ষার্থীরা

0

লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা সিটি করপোরেশন নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে এবার আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দিনে সরস্বতী পূজা থাকায় তারা এ দাবি জানিয়ে আসছেন। বৃহস্পতিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রায় শখানেক শিক্ষার্থী এ কর্মসূচি শুরু করেন। ভোটের তারিখ পরিবর্তনের দাবিতে কয়েকদিন ধরে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি পালনের পর অনশনে গেলেন শিক্ষার্থীরা।অনশনে অংশ নেওয়া জগন্নাথ হল সংসদের ভিপি উৎপল বিশ্বাস বলেন, একইসঙ্গে পূজা ও নিবাচন হতে পারে না বলে আমরা মনে করি। তাই নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবিতে আমরা সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলে এই অহিংস আন্দোলনে অংশ নিই। শিক্ষার্থীদের এই অনশনে সংহতি জানিয়ে ডাকসুর সদস্য রাইসা নাসের, মুহা. মাহমুদুল হাসান, ঢাবি ছাত্রলীগের সাহিত্য সম্পাদক রাকিব সিরাজী অংশ নিয়েছেন।