নড়াইলে সাংবাদিক সৈয়দ আহম্মেদ আলী বারুর ইন্তিকাল

0

নড়াইল সংবাদদাতা ॥ নড়াইল প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ আলী বারু ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার রাত সাড়ে আটটায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৬৩ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক বারুর বাড়ি নড়াইল শহরের আলাদাতপুরে। তিনি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ মোহাম্মদ আলীর ছোট ভাই। মঙ্গলবার বাদ জোহর নামাজে জানাজা শেষে তাকে নড়াইল পৌর কবরস্থানে দাফন করা হয়। পারিবারিক সূত্র জানায়, সাংবাদিক আহম্মেদ আলী বারু রাতে শহরের পুরাতন বাস টার্মিনালস্থ জেলা আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে বাড়িতে যাচ্ছিলেন। পথে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নড়াইল প্রেসকাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মেদ আলী বারু দৈনিক বাংলার বাণী ও খুলনা থেকে প্রকাশিত দৈনিক পূর্বাঞ্চল পত্রিকায় দীর্ঘদিন নড়াইল জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। এছাড়া নড়াইল থেকে প্রকাশিত দৈনিক গ্রামের বাণী প্রত্রিকার সম্পাদক ছিলেন। সৈয়দ আহম্মেদ আলী বারুর মৃত্যুতে গভীর শোক, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে বিবৃতি দিয়েছেন নড়াইল প্রেসকাবের সভাপতি এনামুল কবীর টুকু, সাধারণ সম্পাদক শামীমুল ইসলাম টুলু, সাবেক সহ-সভাপতি সুলতান মাহমুদসহ অনেকে।