ফুলতলা উপজেলা ছাত্রদলের জুয়েল ও রিফাতকে বহিষ্কার

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফুলতলা উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির এক সভা শুক্রবার বিকেলে ছাত্রদলের আহবায়ক সৈয়দ আল শাকিলের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, পত্রিকায় মিথ্যা বিবৃতি, নেতাকর্মীদের মধ্যে অপপ্রচার ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান জুয়েল ও রিফাত হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয় এবং চূড়ান্ত বহিষ্কারের জন্য জেলা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক বরাবর অভিযোগপত্র প্রেরণ করা হয়। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক নুরুল আমিন সাগর, ফরিদুজ্জামান, বেগ তুষার হোসেন, আরমান হোসেন, রাসেল শেখ, আলামিন সানা, বিএম ইমরান, সালমান শেখ, সৈয়দ সজীব উদ্দিন হাবিবুর রহমান প্রমুখ।