যশোরে প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণ

0

লোকসমাজ ডেস্ক ॥ মঙ্গলবার বিকেলে অধিকার বঞ্চিত প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থা। যশোর সদরের হাশিমপুর, মনোহরপুর ও এনায়েতপুর এলাকার অসহায় অধিকার বঞ্চিত প্রতিবন্ধী শিশুদের মাঝে শীতের পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আফরোজা খাতুন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপসচিব (যশোর শিক্ষা বোর্ড) মোহাম্মদ আব্দুল খালেক, সুরধুনির সভাপতি হারুন অর রশিদ, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি ও যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রাবণী সুর, স্থানীয় ইউপি সদস্য ইনসার আলী, দৈনিক প্রতিদিনের কথা’র বার্তা সম্পাদক এইচ আর তুহিন, সিনিয়র রিপোর্টার প্রণব দাস ও বিশিষ্ট ব্যবসায়ী হুমায়ূন কবীর।