বৈদেশিক কর্মসংস্থানে দক্ষতা বৃদ্ধি শীর্ষক সেমিনার মহেশপুরে

0

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বৈদেশিক কর্মসংস্থানে দতা বৃদ্ধি’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন ও ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান বিএম শহিদুল ইসালাম, ফকির আহম্মেদ প্রমুখ। সেমিনারে দতা অর্জন করে বিদেশ যাওয়ার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়।