শিক্ষার্থীদের বিজ্ঞান মনোস্ক করে গড়ে তুলতে সরকার মেলার আয়োজন করছে -স্বপন ভট্টাচার্য্য

0

স্টাফ রিপোর্টার, মনিরামপুর (যশোর) ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বিজ্ঞান ও প্রযুক্তিগতভাবে দেশকে সমৃদ্ধশালী করতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সরকারের আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় শিক্ষা, কৃষিসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হয়েছে। প্রাথমিক থেকে মাধ্যমিক স্তরে ডিজিটাল কনটেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এতে করে শিক্ষার্থীরা সহজেই পাঠ্যবই আয়ত্ব করতে পারছে। ক্ষুদে শিক্ষার্থীদের বিজ্ঞান মনোস্ক করে গড়ে তুলতে সরকার মেলার আয়োজন করছে। মঙ্গলবার মনিরামপুরে তিনদিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার আহসান উল্লাহ শরিফীর সভাপতিত্বে এবং সহকারি কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন ও অধ্যক্ষ রবিউল ইসলাম ফারুকী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার। মেলায় ৬০টি শিক্ষা প্রতিষ্ঠান বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক স্টল প্রদর্শন করেছে। মেলায় বিজ্ঞান বিষয়ক বিতর্কসহ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষামূলক নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।