বটিয়াঘাটা সংবাদ

0

বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ বটিয়াঘাটা উপজেলা প্রেস কাবের নির্বাহী সদস্য ও দৈনিক খুলনা টাইমসের বটিয়াঘাটা প্রতিনিধি বিপ্রদাস রায়ের পিতার মৃত্যুতে তার আত্মার শান্তি এবং পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন উপজেলা প্রেস কাবের নেতৃবৃন্দ।বিবৃতিদাতারা হলেন উপজেলা প্রেস কাবের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, শিল্পপতি প্রফুল্ল কুমার রায়, শিল্পপতি আলহাজ মামুন আল-হাসান নাজু, শিল্পপতি আলহাজ মোতাহার রহমান শিমু, অ্যাড. সঞ্জয় পাল, মো. মনিরুজ্জামান, সাংবাদিক এস এম এ ভূট্টো অ্যাড. প্রশান্ত বিশ্বাস, সাংবাদিক পরিতোষ রায়, মো. ইমরান হোসেন, নীতিশ বাছাড় প্রমুখ।
আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
বটিয়াঘাটায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার ও কমিটির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রাশেদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মো. রবিউল কবির, অধ্যক্ষ অমিতেষ দাস, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, উপজেলা প্রেস কাবের সভাপতি প্রতাপ ঘোষ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা শামছুন্নাহার খানম, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, শেখ হাদী উজ-জামান হাদী, সরদার আব্দুল হাদী, গোলাম হাসান, অধ্যাপক মনোরঞ্জন মন্ডল, দেবপ্রসাদ বিশ্বাস, মো. মোশারফ হোসেন মুসা প্রমুখ। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সার বীজ ও অর্থ বিতরণ
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ বটিয়াঘাটায় ঘূর্ণিঝড় “বুলবুল” এ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে মুগ, শাক-সবজি উৎপাদনে বিনামূল্যে বীজ, সার, অর্থ ও উপকরণ বিতরণ করা হয়েছে। উপকরণ বিতরণী অনুষ্ঠান উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুল আলম খানের সভাপতিত্বে সোমবার বেলা ১২ টায় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নিজস্ব সভাকক্ষে অনুষ্ঠিত হয়। কৃষি কর্মকর্ত মো, রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন ও আবু বকর স্িিদ্দক, ইউপি চেয়ারম্যান গোলাম হাসান প্রমুখ। এ সময় ভূট্টা চাষে ৩৫০ জন, শাকসবজি চাষে ১০০ জন, মুগ চাষে ১৪০ জনসহ মোট ৫৯০ জন কৃষককে পর্যায়ক্রমে বিনা মূল্যে বীজ, সার ও ৫ শত টাকা প্রতিজন কৃষকে প্রদান করা হয়।