ঝিকরগাছা বিআরডিবি অফিস পরিদর্শন উপ-পরিচালকের

0

ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা ॥ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর ঝিকরগাছা অফিসসহ কয়েকটি পুরাতন ভবন পরিদর্শন করেছেন বিআরডিবি’র উপ-পরিচালক তপন কুমার মন্ডল। মঙ্গলবার বিকেলে পরিদর্শন শেষে তিনি বিআরডিবি’র কর্মকর্তা কর্মচারীসহ সমিতির সদস্যদের সাথে মতবিনিময় করেন। এর আগে সদস্যদের উৎপাদিত পণ্য বিআরডিবি’র কারুপল্লীর মাধ্যমে বিক্রির সহযোগিতা করতে পুরান্দরপুর গ্রামের উদ্যোক্তাদের বাড়িতে যান তিনি। এসময় উপস্থিত ছিলেন বিআরডিবি’র উপ-পরিচালক (হিসাব) মো. শহিদুল্লাহ, কারুপল্লীর ম্যানেজার মাহামুদুল হাসান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. কামরুজ্জামান, সহকারী পল্লী উন্নয়ন অফিসার এ এস এম শাখিরুল ইসলাম. সহকারী পল্লী উন্নয়ন অফিসার শহিদুল্লাহ লিমনসহ সমিতির ম্যানেজারবৃন্দ।