পাইকগাছায় আরআরএফ’র চক্ষু চিকিৎসা ক্যাম্প

0

পাইকগাছা (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার পাইকগাছায় আরআরএফ’র উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচির আওতায় পিকেএসএফের সহযোগিতায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চু ক্যাম্পের উদ্বোধন করেন সংস্থার উপ-পরিচালক শামীম উদ্দীন খান। প্রধান অতিথি ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান। চক্ষু ক্যাম্পে ২জন বিশেষজ্ঞ চিকিৎসক ৩৫৫ জন রোগী দেখেন ও ৩১ জনকে ছানি অপারেশনের জন্য খুলনা বিএনএসবি চু হাসপাতালে পাঠান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেখ আরিফুর রহমান, এখলাছুর রহমান, নাজরিন নাহার, প্রীতম সাহা, ব্রাঞ্চ ম্যানেজার মনি শংকর মন্ডল ও জেসমিন আক্তার।