ডুমুরিয়ায় ৪ ইট ভাটায় লাধিক টাকা জরিমানা

0

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা ॥ খুলনার ডুমুরিয়ায় ৪টি ইটের ভাটায় অভিযান চালিয়ে ১লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সূত্র জানায়, খুলনা জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেনের নির্দেশে মঙ্গলবার ডুমুরিয়া উপজেলায় অবৈধ ইট ভাটাসমূহের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সঞ্জীব দাশ। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর ৪ ধারা ভঙ্গ করার অপরাধে মেসার্স এফএম ব্রিকস,কেবি ব্রিকস,আল-মদিনা ব্রিকস ও এমবি ব্রিকস এই ৪টি ইট ভাটার প্রত্যেককে ৩০ হাজার করে মোট ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ইট ভাটাসমূহের মধ্যে সরকারি খাসজমি ব্যবহারের ব্যাপারে চলমান তদন্ত কার্যক্রম পর্যবেণ করা হয়। অবৈধভাবে খাসজমি ব্যবহারের বিরুদ্ধে অচিরেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।