ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির বার্ষিক ওয়াজ মাহ্ফিল আজ

0

ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ ফুলবাড়ীগেট বাজার বণিক সমিতির উদ্যোগে ২৩ তম বার্ষিক ওয়াজ মাহ্ফিল আজ মঙ্গলবার বাদআছর ফুলবাড়ীগেট বাজারে অনুষ্ঠিত হবে। বাজার বণিক সমিতির সভাপতি বেগ লিয়াকত আলীর সভাপতিত্বে মাহফিলে কুরআন ও হাদিছের দৃষ্টিকোন থেকে মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসির পেশ করবেন গোপালগঞ্জ গহরডাঙ্গা মাদরাসার মুহাদ্দিস মাওলানা মুফতি মাকসুদুল হক সাহেব। প্রধান বক্তা ফুলবাড়ীগেট এমদাদুল উলুম রশিদিয়া দিবা/নৈশ মাদরাসার মুহতামিম মুফতি গোলামুর রহমান সাহেব। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ফুলবাড়ীগেট বাজার জমে মসজিদের পেশ ইমাম মাও. হাফিজুর রহমান।