নিরাপদ সড়কের দাবিতে যবিপ্রবি শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

0

লোকসমাজ ডেস্ক ॥ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের রাস্তা অবরোধ করেন। রবিবার সন্ধ্যা ৭টায় অনিয়ন্ত্রিত মোটরসাইকেল ও ট্রাকের গতির কারণে দুর্ঘটনার শিকার হন পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোহাইমেনুল হক। এর প্রতিবাদে সোমবার দুপুর দেড়টায় যবিপ্রবির প্রধান ফটকের সামনের রাস্তায় মানববন্ধন ও প্রায় এক ঘণ্টা রাস্তা অবরোধ করেন শিার্থীরা। এ সময় তাদের সাত দফা দাবি তুলে ধরেন। আন্দোলনরত শিক্ষার্থীদের মাঝে উপস্থিত হয়ে যবিপ্রবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. আনিসুর রহমান বলেন, এ দাবি শুধু তোমাদের নয় এ দাবি আমাদেরও। সংশ্লিষ্ট কর্তৃপকে বারবার বিষয়টি অবগত করার পরেও তারা কোনো পদপে নেয়নি। তাই আমি তোমাদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ২৪ ঘণ্টা সময় দিচ্ছি গতিরোধক নির্মাণের জন্য। আমরা চাই না আমাদের আর কোনো শিক্ষার্থী দুর্ঘটনার কবলে পড়ুক। এ সময় আরও বক্তব্য রাখেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. ইকবাল কবির জাহিদ, সাধারণ সম্পাদক ড. ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন, সহ-সভাপতি ড. সাইবুর রহমান মোল্যা, শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তারসহ শিক ও শিক্ষার্থীরা।