রিক্সা-ভ্যান শ্রমিক নেতা জামসেদ আলীর ইন্তেকাল

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের দপ্তর সম্পাদক জামসেদ আলী ইন্তেকাল করেছেন। (ইন্না ইলাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। রোববার সন্ধ্যায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। তিনি পিতা-স্ত্রী, ১ পুত্র ও ১ ভাই, ৫ বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি তার শোকাহত স্বজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। আগামী ১৮ জানুয়ারি শনিবার মরহুমের আত্মার মাগফেরাত কামনায় সংগঠনের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।