ওজন বাড়াতে তোড়জোড় কৃতির

0

লোকসমাজ ডেস্ক॥ সিনেমার চিত্রনাট্যের প্রয়োজনে তারকাদের ওজন কমানো থেকে শুরু করে কতছিুই না করতে হয়। তবে ওজন বাড়ানোর ঘটনা খুব একটা নেয়। এর আগে ভূমি পেড়নেকর ‘দম লাগাকে হাইসা’ সিনেমায় ওজন বাড়ান। শুনে খটকা লাগতে পারে এবার ঠিক এমনটাই করছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন!
‘রাবতা’, ‘দিলওয়ালে’, ‘বারেলি কি বরফি’ সিনেমায় অভিনয় করা বলিউড অভিনেত্রী কৃতি শ্যাননকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ বলছে, নিজের চরিত্রের প্রয়োজনে এখন ১৫ কেজি ওজন বাড়াতে ব্যস্ত হয়ে পড়েছেন কৃতি। এই অভিনেত্রীর হাতে এখন রয়েছে পরিচালক লক্ষণ উতেকরের ছবি ‘মিমি’।
ছবিটি ২০১০-এ মুক্তিপ্রাপ্ত মারাঠি ছবি ‘মালা আয় ভয়চয়’-ছবি থেকে অনুপ্রাণিত। এই ছবিটি ২০১১ সালে সেরা মারাঠি ছবি হিসাবে পুরস্কারও জিতে নেয়। কৃতির কথায়, এই ছবিটি তার ভীষণই পছন্দের। ছবিটির জন্য তিনি তার সেরাটা দিতে চান।
‘মিমি’ ছবিটির জন্য ওজন বাড়ানো প্রসঙ্গে কৃতি বলেন, ‘সত্যি বলতে আমার শারীরিক কাঠামোতে ওজন বাড়ানো সত্যিই চ্যালেঞ্জের। আমাকে মেটাবলিজমের সঙ্গে লড়াই করতে হবে, ক্যালোরি বাড়াতে হবে। যদিও আমার হাতে খুবই কম সময় রয়েছে। পুরো বিষয়টি নিয়ে আমি খুবই উৎসাহী। ছবিটি আমার হৃদয়ের ভীষণই কাছের। পুরো বিষয়টি নিয়ে আমি ভীষণ উৎসাহী। ‘
‘মিমি’ ছবিটিতে কৃতি ছাড়াও দেখা যাবে অভিনেত্রী সাই তমহনকর ও পঙ্কজ ত্রিপাঠিকে।