আজ বেনাপোল কিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ স্টাফ এসোসিয়েশনের নির্বাচন

0

শার্শা (যশোর) ॥ আজ সোমবার যশোরের বেনাপোল কিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ স্টাফ এসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচন। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকেল চারটা পর্যন্ত। মোট ভোটার সংখ্যা ১ হাজার ৭ শ ২১জন। এবারে নির্বাচনে দু টি প্যানেল ভোটযুদ্ধে অংশ নিয়েছে। একটি প্যানেল হচ্ছে মুজিবর-নাসির সমমনা পরিষদ। অপরটি রিপন-সাজেদুর ঐক্য পরিষদ। প্রতিটি প্যানেলে ১৭ জন করে প্রার্থী অংশ নিয়েছেন। নির্বাচনে মুজিবর-নাসির সমমনা পরিষদের সভাপতি প্রার্থী বর্তমানে সংগঠনের সভাপতি মো. মুজিবর রহমান বলেন, বেনাপোল স্টাফ এসোসিয়েশনের মূল ল্য হচ্ছে সকল সদস্যের স্বার্থ সংরণ করা। আমদানি ও রফতানি বাণিজ্যে সকল জটিলতা সমাধান করা। মালিকপরে কাছ থেকে স্টাফদের ন্যায্য দাবি আদায় ও চাকুরির নিশ্চয়তা প্রদান এবং সঠিক বেতন কাঠামো নিশ্চিত করা। তিনি বলেন, নির্বাচিত হলে চলমান সদস্য সুবিধাসমূহ ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা পূরণসহ নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করা হবে। তিনি তার পূর্ণ প্যানেলে ভোট দেওয়ার জন্য সকল সদস্যের প্রতি আহবান জানান। তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
অপরদিকে রিপন-সাজেদুর ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রার্থী মো. সাজেদুর রহমান বলেন, ‘আমরা সুষ্ঠু ও নিরপে নির্বাচন চাই। নির্বাচিত হলে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে স্টাফদের নিয়ে কাজ করব।’ তিনি তার ১৭ সদস্যের পূর্ণ প্যানেলকে নির্বাচিত করতে ভোটারদের প্রতি আহবান জানান। তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার মো. আব্দুল হামিদ জানান, বেনাপোল কিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্টস্ স্টাফ এসোসিয়েশনের নির্বাচন সংগঠনের নিজস্ব ভবনে অনুষ্ঠিত হবে। নিরপেভাবে নির্বাচন সম্পন্নের জন্য সকল প্রস্তুতি শেষ হয়েছে। নির্বাচনী পরিবেশ যাতে বিঘিœত না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য স্থাপন করা হয়েছে ৯ টি সিসি ক্যামেরা। তিনি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্নের জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।