বেনাপোলে ফেনসিডিলসহ একজন আটক

0

শার্শা (যশোর) সংবাদদাতা ॥ যশোর বেনাপোলের বারোপোতা কদমতলা মাঠ থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ মন্টু সরদার (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শনিবার রাত নয়টার দিকে বেনাপোল পোর্ট থানা পুলিশের এসআই পিন্টু লাল দাস গোপন সংবাদের ভিত্তিতে ওই ফেনসিডিলসহ তাকে আটক করেন। আটক মন্টু সরদার পুটখালী গ্রামের মৃত ফজলে করিমের ছেলে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি মামুন খান আটকের বিষয়টি নিশ্চিত করেন।