ফুলতলায় ব্যবসায়ীর ইন্তিকাল

0

ফুলতলা (খুলনা) অফিস ॥ ফুলতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও বুড়িয়ারডাঙা গ্রামের বাসিন্দা গোলাম মোহাম্মদ সরদার (৭৩) শনিবার রাত সাড়ে আটটায় নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্রসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ জোহর সরদারবাড়ি জামে মসজিদ চত্বরে নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার, সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজা, সাবেক ভাইস চেয়ারম্যান গাউসুল আজম হাদি, শিল্পপতি ফিরোজ আহমেদ ভুইয়া, আজিজুল হক ফারাজি, বণিক নেতা ফিরোজ জমাদ্দার, মনির হাসান টিটো, রবিন বসু, এস কে মিজানুর রহমান, সৈয়দ ফজলুল আলম সেলিম, মাও. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।