অসাম্প্রদায়িক চেতনায় মানুষ ধর্মীয় উৎসব করছে..স্বপন ভট্টাচার্য্য

0

নেহালপুর (মনিরামপুর) সংবাদদাতা ॥ পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, এদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় সকল ধর্মীয় উৎসব পালন করে আসছে। জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের ধর্মীয় কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি দেশকে উন্নয়ত বিশ্বের কাতারে নিয়ে যেতে চান। প্রতিমন্ত্রী শুক্রবার রাতে যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর দিঘিরপাড় জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। মসজিদ কমিটির সভাপতি আলহাজ শাহাজাহান আলী মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য, মণিরামপুর থানার পুলিশ পরিদর্শক (সার্বিক) রফিকুল ইসলাম, নেহালপুর ক্যাম্প ইনচার্জ সৈয়দ বখতিয়ার রহমান, নেহালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজমুস সাদাত প্রমুখ। মাহফিলে ওয়াজ করেন সাতক্ষীরার মাও, মিজানুর রহমান তুফানী ও খুলনার মাও. মিরাজ মাহমুদ।