নেহালপুরে বন্ধু শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

0

নেহালপুর (মনিরামপুর) সংবাদদাতা ॥ যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর বন্ধু স্পোর্টিং কাবের আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। রবিবার সন্ধ্যায় কম্বল বিতরণ করেন নেহালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজমুস সাদাত। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ চঞ্চল ভট্টাচার্য্য, নওয়াপাড়া পৌর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি ফাল্গুন মন্ডল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রমুখ। বন্ধু স্পোর্টিং কাবের সভাপতি জানান, অসহায়দের মাঝে ১০০ কম্বল বিতরণ করা হয়েছে।